Old Muslimians
জীবন সদস্য তথ্য হালনাগাদ ২০২৪

May 02, 2024

জীবন সদস্য তথ্য হালনাগাদ ২০২৪

আমাদের সরকারি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্রসমিতির জীবন সদস্যদের তালিকা নিয়ে Members Directory নতুন করে প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। তাই আমাদের জীবন সদস্য যারা নিজেদের তথ্য ও ছবি হালনাগাদ করতে চান তারা নিচের ফর্মটি পূরণ করুন। 

হালনাগাদ ফর্ম এর লিংক- https://forms.gle/GaSVcPT4eDsMHwHH9 

আপনার যদি জীবন সদস্য নম্বর জানা না থাকে তবে https://oldmuslimians.org/all-alumni আমাদের ওয়েব সাইটে গিয়ে নিজের জীবন সদস্য নম্বর ও বাকি তথ্য জেনে নিতে পারবেন। নাম, ব্যাচ কিংবা মোবাইল নাম্বার দিয়ে জীবন সদস্য নং বের করা যাবে।  

হালনাগাদ করার শেষ সময়- ১০ মে, ২০২৪। 

যে কোন সমস্যা হলে ০১৭১৯১৪২৯৫৩ (সাইফুদ্দীন মুন্না)  এই নম্বরে Whatsapp এ যোগাযোগ করুন।

Join Our Community Now

Join Community