Old Muslimians

About Us

চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র সমিতি

Unity
Integrity
Brotherhood
uniformity

About Old Muslimian

মানুষ সমাজবদ্ধ জীব। সভ্যতার ক্রমবিকাশের ফলশ্রুতিতে রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টলের বাণী “Man is social animal. The man who does not live in society is either a God or Beast” যথাযথ প্রমাণিত। স্কুল থেকে যে যার মতাে বিদায় নিয়েছি বটে, কিন্তু স্মৃতির টান সকলের হৃদয়ে রয়ে গেছে। সময়ে অসময়ে স্কুল জীবনের হারানাে দিনগুলাের আনন্দবেদনা-সাফল্য-ব্যর্থতার সকল ঘুমন্ত স্মৃতি ছবি হয়ে মানসপটে ভেসে ওঠে। ব্যস্ত জীবনের ফাঁকে দোলা দেয় স্কুল জীবনের সােনা-ঝরা দিনগুলি। মনে পড়ে সকলের দায়বদ্ধতা স্কুলের প্রতি আমাদেরকে মানুষ করার জন্য। ফলে গভীরভাবে প্রয়ােজনীয়তা অনুভূত হয় প্রাক্তন ছাত্রদের একটি ঠিকানা তথা একটি সংগঠন-প্রাক্তন ছাত্র সমিতি তথা Alumni Association. জানা যায়, বিভিন্ন সময়ে অনেকে স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি গঠনের উদ্যোগ নেন। তত্মধ্যে ব্যারিস্টার সাইফুদ্দিন সিদ্দিকী এবং ১৯৮৫ সালে চট্টগ্রামের তদানীন্তন জেলা প্রশাসক মরহুম আমিনুর রহমানের উদ্যোগ উল্লেখযােগ্য। দুর্ভাগ্যবশত অতীতের কোন প্রচেষ্টা পূর্ণাঙ্গ সংগঠনের রূপলাভ না করলেও আমরা তাদের মহৎ উদ্যোগ থেকে পেয়েছি অনুপ্রেরণা এবং তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। ২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি স্কুলের শিক্ষক মিলনায়তনে তদানীন্তন প্রধান শিক্ষক আহামদ ছফার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভার উদ্যোক্তা জনাব মরহুম এম. এ. মান্নান (১৯৫৭ ব্যাচ), আবদুর রউফ খালেদ (১৯৫৬ ব্যাচ), মাহফুযুল আলম চৌধুরী, (১৯৫৬ ব্যাচ), জনাব মােহাম্মদ সাগির (১৯৫৯ ব্যাচ), এম এ হালিম (১৯৫৯ ব্যাচ), আবু আবিদ গােলাম রব (১৯৫৮ ব্যাচ), ডা. এম. এ. জাফর (১৯৫৮ ব্যাচ), খুরশীদ আনােয়ার চৌধুরী (১৯৬৭ ব্যাচ) প্রমুখ। প্রথম সাংগঠনিক সভার অন্যান্য উদ্যোক্তাগণ হলেন জনাব লােকমান হাকিম চৌধুরী, এম. এ. মােমেন, মােহাম্মদ নুরুল্লাহ, আলহাজ্ব মুনির আহম্মদ, আলিফ খান, লায়ন এম. শামসুল হক, মােহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী, সৈয়দ কতুবউদ্দিন আহম্মদ, প্রকৌশলী মােহাম্মদ আলী আশরাফ, মােহাম্মদ মােবিন-উল-হক, এম. এ. সবুর, আলহাজ্ব আফসার উদ্দিন চৌধুরী, আমান উল্লাহ খান, মরহুম কাজী নুরুল বশর, মরহুম ডা. মােহাম্মদ সিরাজউদ্দিন, আবুল খায়ের প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে জনাব আবদুর রউফ খালেদ (ব্যাচ ১৯৫৬)-কে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়, যার ফলশ্রুতি আজকের সংগঠন, চট্টগ্রাম সরকারী মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি তথা Alumoni Asscriation.

Join Our Community Now

Join Community