Admin
ইফতার মাহফিল
Feb 23, 2024
গত ১৫এপ্রিল সন্ধ্যায় সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্রসমিতি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্কুল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে সমিতির প্রায় ৪০০জন জীবনসদস্য ও শিক্ষক-কর্মচারী উক্ত মাহফিলে যোগ দেন। সমিতির সভাপতি জনাব শাহ আলম বাবুল সবাইকে স্বাগত জানান এবং করোনার পরে সমিতির এই ইফতার মাহফিলে সকলের আন্তরিক উপস্থিতির জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি স্কুল জামে মসজিদের পূর্ননির্মান ও সংস্কারকাজে সমিতির জীবনসদস্যদের অফুরন্ত আর্থিক সহায়তার জন্যে ধন্যবাদ জানান । ইফতার মাহফিলে কোভিড মহামারীসহ অন্যান্য রোগে সমিতির জীবনসদস্য সর্বজনাব অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক এ জেড এম নুরুউদ্দীন চৌধুরী, প্রকৌ আলী আশরাফ, রেজাউল হক চৌধুরী মোস্তাক, মেজবাহউদ্দিন জঙ্গি, এবিএম ফজলে রাব্বী চৌধুরী,খালেদ কাওসার, মো নুরুল্লাহ, লায়ন জাফরুল্লাহ চৌধুরী,কবি শাকিল মঞ্জুর,খসরু হোসেন ও প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হোসেন সহ ৪৫জন সতীর্থের ইন্তেকালে দোয়া করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সর্বজনাব উপাচার্য প্রফেসর সিকান্দার খান, ডাঃ জাফরুল হক, ডাঃ এম এ জাফর,ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ, অধ্যাপক ডাঃ ইমরান বিন ইউনুস,
শব্দসৈনিক ফজল হোসেন, একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ আজিজুল ইসলাম, সাংবাদিক আফসারউদ্দিন চৌধুরী, এ্যাড.
জিয়াউদ্দিন, ইশতিয়াক হোসেন তসলিম, মোঃ আলী চৌধুরী,জামাল নাসের চৌধুরী,এস এম ইলিয়াছ দুলাল,রাশেদ চৌধুরী,মীর মোজাফফর,মুজাহিদুল ইসলাম, শেখ মাহমুদ সাজ্জাদ, কাজী ইসতিয়াক আহমেদ, খুরশিদ আনোয়ার চৌধুরী, ডাঃরকিবউল্লা, আক্তার হোসেন ও সাইফুদ্দীন মুন্না।ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন জামাল নাসের চৌধুরী।