Old Muslimians

Mohammed Saifuddin Munna

ইফতার মাহফিল

Apr 01, 2024

মুসলিম হাইস্কুলে ইফতার ও দোয়া মাহফিল ২০২৪

২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় সরকারি মুসলিম হাইস্কুল  প্রাক্তন ছাত্রসমিতি উদ্যোগে ইফতার দোয়া মাহফিল স্কুল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে সমিতির প্রায় ৪৫০জন জীবনসদস্য  শিক্ষক-কর্মচারী উক্ত মাহফিলে যোগ দেন। সমিতির সভাপতি জনাব শাহ আলম বাবুল সবাইকে স্বাগত জানান এবং এই ইফতার মাহফিলে সকলের আন্তরিক উপস্থিতির জন্যে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি স্কুল জামে মসজিদের পূর্ননির্মান সংস্কারকাজে সমিতির জীবনসদস্যদের অফুরন্ত আর্থিক সহায়তার জন্যে ধন্যবাদ জানান  এবং মাহে রমজানে কৃচ্ছতা সাধনের মাধ্যমে উন্নত জীবন যাপনের উপর গুরুত্ব আরপ করেন। 

ইফতার মাহফিলে সমিতির জীবনসদস্য সর্বজনাব সমিতির  প্রাক্তন সভাপতি আব্দুর রউফ খালেদ, আলহাজ তাহের সোবহান, জনাব নুরুল আবসার, প্রবীণ শিক্ষক মোহাম্মদ ইসহাক কলিমুল্লাহ চৌধুরী সহ সতীর্থের ইন্তেকালে দোয়া করা হয়।  ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সর্বজনাব উপাচার্য প্রফেসর  সিকান্দার খান, মাহফুজুল আলাম চৌধুরী, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ আজিজুল ইসলাম, ডাঃ মাহমুদুল হক চৌধুরী, ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ, ডাঃ সাইফুল্লাহ খান, ক্যাপ্টেন জাহেদ,ক্যাপ্টেন সামশাদ, ক্যাপ্টেন ইকবাল, শাহরিয়ার খালেদ, প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকৌশলী জসিম উদ্দিন,  সৈয়দ নাজিম, ডাঃ রশিদ আহমেদ, ডাঃ মাইনুদ্দীন হাসান, মোঃ আলী চৌধুরী, জামাল নাসের চৌধুরী, এস এম ইলিয়াছ দুলাল, রাশেদ চৌধুরী, ইউসুফ হোসেন ভূঁইয়া, মীর মোজাফফর, মুজাহিদুল ইসলাম, তারিকুল ইসলাম সেন্টু, শেখ মাহমুদ সাজ্জাদ, কাজী ইসতিয়াক আহমেদ, ডাঃরকিবউল্লা, আক্তার হোসেন, ওমর ফারুক ও সাইফুদ্দীন মুন্না । ইফতার দোয়া মাহফিল সঞ্চালনা করেন জামাল নাসের চৌধুরী।

Join Our Community Now

Join Community