Admin
ইফতার মাহফিল
Feb 23, 2024
৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্রসমিতি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্কুল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে সমিতির প্রায় ৫০০জন জীবনসদস্য ও শিক্ষক-কর্মচারী উক্ত মাহফিলে যোগ দেন। সমিতির সভাপতি জনাব শাহ আলম বাবুল সবাইকে স্বাগত জানান এবং এই ইফতার মাহফিলে সকলের আন্তরিক উপস্থিতির জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি স্কুল জামে মসজিদের পূর্ননির্মান ও সংস্কারকাজে সমিতির জীবনসদস্যদের অফুরন্ত আর্থিক সহায়তার জন্যে ধন্যবাদ জানান ।
ইফতার মাহফিলে কোভিড মহামারীসহ অন্যান্য রোগে সমিতির জীবনসদস্য সর্বজনাব ডা. জাফ্রুল হক, সমিতির প্রাক্তন সভাপতি লায়ন এম শামশুল হক, এয়াকুব আলি, আনোয়ারুল আজিম, আবিদুর রহমান চৌধুরি, দিলদার আহমদ, সিরাজুল ইসলাম, লুতফুল করিম খান ও মোহাম্মদ নুরুন্নবি সহ সতীর্থের ইন্তেকালে দোয়া করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সর্বজনাব উপাচার্য প্রফেসর সিকান্দার খান, শব্দসৈনিক ফজল হোসেন, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ আজিজুল ইসলাম, সাংবাদিক আফসার উদ্দিন চৌধুরী, এ্যাড.জিয়াউদ্দিন, ইশতিয়াক হোসেন তসলিম, মোঃ আলী চৌধুরী, জামাল নাসের চৌধুরী, এস এম ইলিয়াছ দুলাল, রাশেদ চৌধুরী, মীর মোজাফফর, মুজাহিদুল ইসলাম, আবু মোহাম্মদ মিনার, সৈয়দ নাজিম, শেখ মাহমুদ সাজ্জাদ, কাজী ইসতিয়াক আহমেদ, খুরশিদ আনোয়ার চৌধুরী, ডাঃরকিবউল্লা, আক্তার হোসেন, ওমর ফারুক, সাইফুদ্দীন মুন্না ও প্রবীণ শিক্ষক মোহাম্মদ ইসহাক। ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন জামাল নাসের চৌধুরী।